Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে বিবিএস জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। দেশের পরিসংখ্যান সংক্রান্ত বিষয়ে পেশাগত সহায়তা এবং প্রশাসনিক নির্দেশনা প্রদানের জন্য বিবিএস দায়িত্বরত এবং একই সাথে পরিসংখ্যান সংক্রান্ত সকল কাযর্ক্রমের মাধ্যমে সরকারি পরিসংখ্যান (Official Statistics) প্রণয়নের কাজ করে থাকে। এটি দেশের সব ধরণের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, সংকলন, গবেষণা প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করে থাকে, যা ব্যবহাকারী এবং বিভিন্ন স্টেকহোল্ডার যেমন- জাতীয় স্তরের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাজে অত্যন্ত সহায়ক। বিবিএস দেশের সামাজিক উন্নয়নের জন্য আর্থ-সামাজিক খাতের পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করে যা জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবিএস এর লক্ষ্য হচ্ছে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারিগণের চাহিদামাফিক তথ্য-উপাত্ত পরিবেশন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব প্রতিষ্ঠা। তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশনার মান বৃদ্ধিসহ এতে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও সন্নিবেশ করা এবং পর্যায়ক্রমে দেশের পরিসংখ্যান পদ্ধতি সম্পূর্ণ ডিজিটালাইজড করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করে যাচ্ছে।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসসহ মাঠ পর্যায়ের বিভাগীয়, জেলা ও উপজেলা/মেট্টোপলিটন থানা পর্যায়ের অফিসগুলোর নেটওয়ার্ক স্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশের ০৭টি বিভাগে ০৭টি বিভাগীয় পরিসংখ্যান অফিস, ৬৪টি জেলায় ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস, ৪৮৩টি উপজেলা এবং ৬৯টি মেট্টোপলিটন থানা পরিসংখ্যান অফিসের শাখা বিস্তৃত।