Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

উপজেলা সংক্রান্ত সকল তথ্য যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এবং উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক সংগৃহিত,উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক জনগণ এবং বিভিন্ন কার্যালয়কে সরবরাহ করা হয় । উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট হতে এই সেবা পাওয়া যাবে।

 

উপজেলা পরিসংখ্যান অফিস এর উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলঃ জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান, আদমশুমারি ও গৃহগণনা কার্যক্রম, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, মাসিক ভোক্তা সূচক (CPI) তথ্য সংগ্রহ, সেম্পল ভাইটাল রেজিস্টেশন সিস্টেম, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে,প্রধান-অপ্রধান মোট ১২৪ টি ফসলের প্রাক্কলন করা, প্রধান ফসলের পূর্বাভাস জরিপ,বিভিন্ন ফসলের উৎপাদন আনুমানিক হিসাব, ফসলাধীন জমির পরিমান ও ভূমির ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত, বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতি নিরুপণ,কৃষি মূল্য মুজরী তথ্য সংগ্রহ,বন জরিপ, গবাদি পশু ও হাস-মুরগী জরিপ, মাছ উৎপাদন জরিপ, ক্লাস্টার হালনাগাদকরণ ও সম্পসারণ এবং উৎপাদন খরচ জরিপ, কুটির শিল্প জরিপ, বিভিন্ন শুমারি ও সার্ভে কাজে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি।